Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Kemon Achho Annie Hall Lyrics | Anupam Roy Lyrics - Anupam Roy

Collection Anupam Roy

Kemon Achho Annie Hall Lyrics | Anupam Roy Lyrics

 LyricsForest   442


Kemon Achho Annie Hall Lyrics | Anupam Roy lyrics (Primary language)

Alvy Singer

রাস্তায় হাঁটছ কোথাও যাওয়ার তাড়া নেই

লোকে লোকে ধাক্কা খাচ্ছ

আটকে থাকছ এখানেই

New York New York

ঠাসা ঠাসি বাড়ি গুলো কেউ জানে না

কেন লিখছ তোমার নাটক

শেষে অল্প মেলে না

এখন ও ঝরছে শীত

ফেরা না যায় না আর

মাঝে মাঝে চোখে এসে যায় জল

কেমন আছ অ্যানি হল

মাঝে মাঝে চোখে এসে যায় জল

কেমন আছ অ্যানি হল

 

Alvy Singer

রাত তিন টে মাকড়শা মারতে কেউ ডাকে না

সারাদিন আটশো বার কালো সাবান কেউ মাখে না

সেক্স-এর আগে গাঁজা খেয়ে

তোমায় বলো কে জড়াবে

লাল আলো জ্বেলে তুমি

সময়ের সাথে গড়াবে

এখন ও ঝরছে শীত

ফেরা না যায় না আর

মাঝে মাঝে চোখে এসে যায় জল

কেমন আছ অ্যানি হল

মাঝে মাঝে চোখে এসে যায় জল

কেমন আছ অ্যানি হল

Alvy Singer

সম্পর্ক চাইছ সম্পর্ক হচ্ছে আবার ভাঙছে

আসলে সবই দলা পাকানো এই গলা দিয়ে নামছে

শেষ সিন এ কত স্মৃতি

শুধু থেকে গেলো ফাইলে

মৃত্যু নিয়ে ভেবে ভেবে

তবু বাঁচতে তুমি চাইলে

এখন ও ঝরছে শীত

ফেরা না যায় না আর

মাঝে মাঝে চোখে এসে যায় জল

কেমন আছ অ্যানি হল

মাঝে মাঝে চোখে এসে যায় জল

কেমন আছ অ্যানি হল

Kemon Achho Annie Hall Lyrics | Anupam Roy lyrics in English